ফ্রন্ট টাইমস, সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের একগুচ্ছ কর্মসূচি ইতিমধ্যে দারুন সারা ফেলেছে। এবার ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে বুথ ভিত্তিক এলাকাবাসীর জন্য শুরু হয়েছে রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'আমাদের পাড়া আমাদের সমাধান'।
বৃহস্পতিবার কাঁকসার মলানদিঘীর কুলডিহাই'তে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়। পরিদর্শন করেন রাজ্যের শিল্প, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি সমস্যা জানাতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান।
মন্ত্রী শশী পাঁজা বলেন,"আমাদের সরকার মানুষের পাশে থাকতে মানুষের কাজ করছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও মানুষের ছোট ছোট সমস্যা দূর হবে।"
এদিকে এই কর্মসূচির দিনেই এক অভিনব উদ্যোগ দেখা গেল সিপিএমের।
ক্যাম্পের পাশে সিপিএমের দলীয় কার্যালয় থেকে সিপিএম পঞ্চায়েত সদস্য সুনীল টুডু এবং সিপিএম কর্মীরা সহায়তা শিবির শুরু করেন। সিপিএমের দু'নম্বর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন,"মানুষের সমস্যার কথা আমরা শুনছি। কেউ কোন ফর্ম নিয়ে এলে সেগুলো পূরণ করে দিচ্ছি।"



