সোমনাথ নায়েক, দুর্গাপুর : ইংরেজ শাসনের শিকল থেকে কঠিন লড়াই করে ভারত মাতাকে মুক্ত করেছে তার দেশের বীর সন্তানরা। শুক্রবার অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার মতো ভারত বর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে পালন করল আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন।
এদিন সকালে গুরুনানক রোডস্থ কার্যালয় ‘আনন্দ লাবণ্য’ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রজত দীক্ষিত। জাতীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
রজত দীক্ষিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে লাড্ডু ও চকলেট বিতরণ করা হয়।
পরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-এর অভ্যন্তরে সংগঠনের অন্য একটি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রজত দীক্ষিত। সেখান থেকে শুরু হয় বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি—ডিএসপি মেইন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টির প্যাকেট বিতরণ করা হয় সংগঠনের তরফে। এরপরে একের পর এক নানা অনুষ্ঠান চলে।
সবুজায়নের বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরে ৭০টি বৃক্ষরোপণ করা হয় পরিবেশ রক্ষার অঙ্গীকারে। দুপুরে, "অন্ধজনে দেহ আলো" কর্মসূচির মাধ্যমে মরণোত্তর চক্ষুদানের আয়োজন করা হয়। প্রায় ৫০ জন ব্যক্তি চক্ষুদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও
সমাজের প্রান্তিক ও দুস্থ প্রায় ৮০ জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়, যা এই দিনের সামাজিক দায়বদ্ধতার অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকে। সন্ধ্যায়, নতুন সদস্যপদ গ্রহণ ও নবীকরণের মধ্য দিয়ে সংগঠনের ভবিষ্যৎ পথচলার শপথ নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম মোশন, যুব আইএনটিইউসি নেতা কৌশিক ব্যানার্জী-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


