ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাস আজও চোখে জল আনে! লালকেল্লায় উড়ল জাতীয় পতাকা


ফ্রন্ট টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতে স্বাধীনতা দিবস , প্রতি বছর ১৫ আগস্ট মর্যাদা, সম্মান আর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই দিনটি প্রতিবছর জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় । স্বাধীনতা দিবস ১৯৪৭ সালে ব্রিটিশ রাজের অবসান এবং ১৮ জুলাই ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ সংগ্রামের পর একটি স্বাধীন ও স্বাধীন ভারতীয় জাতির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভারত মাতাকে মুক্তি দিতে তার সন্তানদের কঠিন সংগ্রাম আজও স্বর্ণাক্ষরে লেখা আজও অমলিন। ভারত মাতার মুক্তি আন্দোলনে দেশের নারী পুরুষ নির্বিশেষে সকলেই ঝাঁপিয়ে পড়েছিলেন। যদি এ কথা আমাদের সবারই জানা! কিন্তু এই ঘটনা যেন আমাদের বুকে আজও আগুন জ্বালিয়ে দেয়।



১৭৫৭ সালে ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়। 

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০০ বছর ধরে ভারত শাসন করে। কিন্তু ভারত মাতার সন্তানরা কঠিন লড়াই করে প্রাণ দিয়ে ছিনিয়ে নেয় মুক্তি। ইংরেজ শাসনের শিকল মোচন করে মুক্ত করে দেশমাতাকে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাত বাজতেই, স্বাধীন দেশের জন্মের দিন ইউনিয়ন জ্যাকের ( যুক্তরাজ্যের জাতীয় পতাকা ) পরিবর্তে ভারতীয় তেরঙ্গা পতাকাটি স্থান করে নেয়। 



১৮৫৭ সালে ব্রিটিশরা লালকেল্লার লাহোরি গেটে ইউনিয়ন জ্যাক উত্তোলন করে। তাই স্বাধীনতা লাভের পরে ১৯৪৭ সালে পর সেখান থেকেই ইউনিয়ন জ্যাক সরিয়ে উত্তোলন করা হয় ভারতের তেরঙ্গা। 


আর সেই কারণেই স্বাধীনতা দিবসে আজও লালকেল্লাতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা-সহ পাড়ায় পাড়ায় ক্লাবে ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা সম্মানের সঙ্গে উত্তোলন করা হয়। দেশভাগের ছায়া সত্ত্বেও, দেশজুড়ে মানুষ আনন্দ, সঙ্গীত এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করেছিল। প্রতিবছর এই দিনটিতে সারা দেশজুড়ে একইভাবে উদযাপিত হয়ে আসছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস।