ফ্রন্ট টাইমস, সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : প্রায় আড়াই বছর ধরে রণডিহা মোড়ের রাস্তায় ভারী যান চলাচলের জেরে রাস্তাঘাটের বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। প্রায় দিনই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছে পথ চলতি মানুষজনদের। এই বিষয়ে একাধিকবার কাঁকসা ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।
অবশেষে আজ ধৈর্যের বাঁধ ভাঙল ক্ষুব্ধ এলাকাবাসীর। পথ অবরোধে সামিল হলেন রণোডিহা মোড় এলাকার মানুষজন। সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করে চলে অবরোধ। তাঁদের অভিযোগ, এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে স্কুলপড়ুয়া শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পড়ুয়ারা প্রায় দিনই অভিযোগ করে, ভাঙাচোরা রাস্তায় স্কুলবাস ও টোটো চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই স্কুলে পৌঁছাতে দেরি হয়। ফলে নিয়মিত ক্লাস মিস করতে হচ্ছে।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, খারাপ রাস্তায় গাড়ি চলাচল করতে রীতিমতো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এতে মালপত্র পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়ছে। বেহাল দশার কারণে আসতে পারছে না গ্রাহকও। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। কয়েকদিন আগে শিলামপুরে বেহাল রাস্তার কারনে প্রাণ যায় এক-২৫ বছরের যুবকের।
বিক্ষোভকারীদের প্রশ্ন এই ধরনের বড় দুর্ঘটনার পরেই কি হুস ফিরবে কাঁকসা ব্লক প্রশাসনের? এলাকাবাসীর সাফ বক্তব্য, “আমাদের ধৈর্যের সীমা শেষ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
পরে পুলিশ প্রশাসন এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। কিন্তু হুশিয়ারি দেন যে দ্রুত এই সমস্যার সমাধান না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।


