দুর্গাপুর পৌরসভার কর্মসূচিতে যা বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

 

ফ্রন্ট টাইমস, সংবাদদাতা, দুর্গাপুর : শিল্পনগরী দুর্গাপুর আইটি শিল্প শহর হতে চলেছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের দুর্গাপুর দপ্তরের সংস্কারের পর নতুন ভবনের উদবোধন করেন কলকাতার মহানাগরিক। 

এদিন এডিডিএ এর ভূয়সী প্রশংসা করে ফিরহাদ হাকিম বলেন, আসানসোল ও দুর্গাপুরে এডিডিএ যেভাবে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। এদিন উদবোধনের পর বনিকসভার সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। নানা বিষয় কথোপকথন হয়।

 বৈঠক করেন শিল্পপতিদের সঙ্গেও। তাদের সঙ্গে কথা বলে জানতে চান এই শহরে নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কোনও সমস্যা আছে কিনা! আর কী কী পরিকাঠামো দরকার।


এদিন শিল্পপতিদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, "শিল্পপতিরা আমার কাছে এই শহরে আইটি সিটি গড়ে তোলার আর্জি জানিয়েছেন। দুর্গাপুর স্টিল সিটির পর এবার হেলথ সিটির তকমা পেয়েছে। 

তবে এর পাশাপাশি দুর্গাপুরে আইটি শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন মন্ত্রী। তিনি এও জানান, "বহুজাতিক আইটি সংস্থা টাটা, উইপ্রো, ইনফোসিস বাম আমলে সুত্রপাত হয়েছে ঠিকই, কিন্তু আমরা এই রাজ্যে একটা স্তরে নিয়ে গিয়েছি। 

তাই আগামীদিনে শহর দুর্গাপুরেও এই আইটি শিল্পকে যাতে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ঐকান্তিক প্রচেষ্টা চালানো হবে। এদিন অনুষ্ঠানে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।